অ্যাসেজ থেকে চালু হওয়া আইসিসির নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট জার্সিতে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনে জার্সিতে যুক্ত হয়েছে খেলোয়াড়দের নাম ও নম্বর। এর আগে ২০০১ সালে টেস্ট ক্যাপ নম্বর প্রচলন করেছিল ইংল্যান্ড।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টে নতুন জার্সি পরেই মাঠে নামবে টাইগাররা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অনুশীলনে নামার আগে নতুন জার্সিতে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন তারা। ড্রেসিংরুমের সামনেই হয় ফটোসেশন। পরিবর্তিত জার্সিতে বুকের বাঁ পাশে থাকছে বিসিবির লোগো, ডানপাশে স্পন্সরের লোগো আগেই ছিল। আর জার্সির পেছনে সবুজ রঙে থাকছে নাম ও নম্বর।
এ ব্যাপারে দলের ম্যানেজার সাব্বির খান বলেন, নতুন জার্সি পেয়ে খেলোয়াড়রা উচ্ছ্বসিত। সীমিত ওভার ক্রিকেটে যারা যে নম্বর নিয়ে খেলেন, প্রত্যেকে এখানেও ওই নম্বর নিয়ে মাঠে নামবেন।
সূত্রঃ সময় নিউজ