নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নস্থ শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরাজীকান্দীস্থ বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাফিজ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মুক্তার হোসেন, সমাজসেবক জাহাঙ্গীর হোসেনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ। মিলাদ ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।