নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আমার স্কুল, আমার বাগান শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ। শৈশবকালে বৈচিত্র্যপূর্ণ তরুরাজির সাথে ভালোবাসার বন্ধন বিনির্মাণে মুন্সীগঞ্জ জেলার ৬১০টি প্রাথমিক ও ১২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে সুদৃশ্য বাগান করার এই পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। প্রথমদিনে মুন্সীগঞ্জের ৯টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে সবগুলো বিদ্যালয়ে বাগান কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।
মুন্সীগঞ্জে আমার স্কুল, আমার বাগান শীর্ষক কর্মসূচির উদ্বোধন
আগের পোস্ট