নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ৩য় জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জে ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে সদর উপজেলার সিপাহীপাড়ায় সংগঠনটির কার্যালয়ে এই যুব সম্মেলনে ইসলামী যুব আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মো. রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী বিষয়ক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন খলিফা। প্রধান আলোচক ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ-সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. মহিউদ্দিন বেপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মুফতী হারুনুর রশিদ প্রমুখ। যুব সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা। যুব সম্মেলনে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। সম্মেলনে মুন্সীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী অংশ নেয়।