নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল রবিবার সিভিল সার্জন অফিসের ৭ জনসহ জেলায় স্বাস্থ্য বিভাগের ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে দু’জন চিকিৎসক, জেলা স্যানেটারী ইন্সপেক্টর, সেকমো, নার্স, ব্রাদার, স্বাস্থ্যকর্মী অ্যাম্বুলেন্স চালকসহ স্বাস্থ্য বিভাগের ১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এই নিয়ে জেলায় স্বাস্থ্য বিভাগের ২৯ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া জেলায় গতকাল রবিবার সর্বোচ্চ সংখ্যক ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬৬। এর মধ্যে মারা গেছেন ৭ জন।
গতকাল রবিবার স্বাস্থ্য বিভাগে আক্রান্ত ১৪ জনের মধ্যে মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের ৭ স্টাফ, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ১ জন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন রয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে আক্রান্ত হয়েছেন পুরুষ সদস্য (৩৯)। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনের মধ্যে রয়েছেন নার্স, আয়া এবং স্বাস্থ্যকর্মী। এরা হলেন মহিলা (৩৫), পুরুষ (৩০), পুরুষ (৩১), মহিলা (৫০), পুরুষ (৪৫) ও পুরুষ (৪০)। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স চালক (৫২) এবং মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের ৭ জন রয়েছেন। এই নিয়ে মুন্সীগঞ্জ সিভিল সার্জনের চালকসহ সিভিল সার্জন অফিসেরই এ পর্যন্ত ৮ জনের করেনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সর্বশেষ তথ্য এবং সংশোধনী অনুযায়ী জেলায় গতকাল রবিবার ৪৯ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২৩, সিরাজদিখান উপজেলায় ৬ জন, গজারিয়া উপজেলায় ৭ জন, শ্রীনগর উপজেলায় ১১ জন এবং লোহজং উপজেলায় ২ জন। এই নিয়ে জেলায় শনাক্ত হয়েছে ১৬৬ জন। যার মধ্যে ৭ জন মারা গেছেন।