নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদরে ডিসি পার্ক সায়লা ফারজানা মঞ্চে অনুষ্ঠিত হলো গুণীজন সম্মাননা ও কবিতা পাঠ। গত শুক্রবার বিকেলে সায়লা ফারজানা মঞ্চে এই গুণীজন সম্মাননা দেয়া হয়। সাহিত্য পরিষদ, মুন্সীগঞ্জের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা। মেহেদি হাসান শাহাবাৎ ও এইচ.কে আলমগীর স্বপনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রজত রেখা পত্রিকার সম্পাদক এডভোকেট শাহিন মোঃ আমানউল্লাহ, শিশু সাহিত্যিক মোঃ সিরাজুল, কবি ও গীতিকার যাকির সাইদ, মুন্সীগঞ্জ টি আই এর প্রশিক্ষক কবি শাহানা সিরাজী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মু. আবু সাঈদ সোহান, নাট্যকার নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী প্রমুখ। পরিষদের পক্ষ থেকে এবছর সাহিত্যে শাহানা সিরাজী, শিশু সাহিত্যে মোঃ সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠন এডভোকেট শাহীন মোঃ আমানউল্লাহ ও সাংবাদিকতায় এডভোকেট মু. আবু সাঈদ সোহানকে সম্মাননা দেয়া হয়েছে।