নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছে মুন্সীগঞ্জ জাতীয় পার্টির নেতৃবৃন্দ। গতকাল শনিবার মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. গোলাম কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মুতালিব, জাতীয় পার্টির টঙ্গীবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান, সিরাজদিখান উপজেলার সভাপতি মো. আবদুল হাকিম হাওলাদার, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য রফিকউল্লাহ সেলিম, ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মো. সহিদ বেপারী, হাজী শাহাদাৎ হোসেন।
সভায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, আসছে সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১, ২ ও ৩ আসনে প্রার্থী দেওয়া হবে। জাতীয় পার্টি মানুষের কল্যাণে কাজ করে উন্নয়নে বিশ^াসী। জাতীয় পার্টিতে ভোট দিলে মানুষের অধিকার আদায়ে কথা বলবে। মুন্সীগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। সুসংগঠিত জাতীয় পার্টিকে কেউ ফাটল ধরাতে পারবে না। মতপার্থক্য থাকতে পারে, সময়ের সাথে সাথে তারও অবসান হবে। সম্পাদকদের বলেন, আপনারা জাতীয় পার্টির অবদানের কথা তুলে ধরুন মানুষ জানতে পারবে জাতীয় পার্টি দেশ ও জাতির কল্যাণে কি করেছে। দেশের কল্যাণে জাতীয় পার্টির বড় অবদান রয়েছে।
মুন্সীগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা
আগের পোস্ট