নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মুন্সীগঞ্জ জেলা শাখার ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মুন্সীগঞ্জের নিজ কার্যালয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এসময় আক্তার হোসেন হালদারের সভাপতিত্বে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন মহাকালী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক শওকত হোসেন বেপারি ও কোষাধ্যক্ষ মাসুদ খন্দকার।
মুন্সীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
আগের পোস্ট