নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে ক্ষতিগ্রস্থ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরশীলমান্দি পলক অটিজম স্কুলের শিক্ষার্থীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় মুন্সীরহাট আল-আমিন কমিউনিটি সেন্টারের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবীর। সামাজিক দূরত্ব বজায় রেখে ৫৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় পলক অটিজম স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবীর শাহিন, স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।