নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার ছয় উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জনসহ মোট ৮৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ গতকাল বুধবার সকাল সাড়ে এগারোটায় এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, জেলার ছয়টি উপজেলায় নতুন ১৫জনসহ মোট ৮৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রতিদিন স্বাস্থ্যবিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন। ওই ৮৫ জনকে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কেউ আদেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ১৫ জনসহ মোট ৮৫ জন হোম কোয়ারেন্টাইনে
আগের পোস্ট