নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাতের আঁধারে মোল্লাকান্দী বালুচরের প্রবাসী মোল্লাকান্দি ফাউন্ডেশন ও স্থানীয় তরুণদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের প্রবাসী মোল্লাকান্দি ফাউন্ডেশন ও স্থানীয় তরুণদের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ৪ শত ৫০টি অসহায় দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী পোলাওয়ের চাল ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি, দুই প্রকারের সেমাই ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, মসলা, কিসমিস, নুডুলস, দুধ ইত্যাদি পৌঁছে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক তরুণরা জানান, মোল্লাকান্দি গ্রামের তরুণদের এ মানবিক কাজে এলাকার সর্বস্তরের জনগণ দারুন খুশি। ভবিষ্যতে আমরা সবার পরামর্শ ও দোয়া নিয়ে যেনো আরো কল্যাণমূলক কাজ করে যেতে পারি। আরো জানান, সবাইকে নিয়ে আমরা মোল্লাকান্দি গ্রামে যেন একটা শান্তিপ্রিয় সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।