তথ্যপ্রযুক্তি ডেস্ক
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ‘ট্রেন্ডিং’ ফটো ল্যাব। কীভাবে অল্প কয়েক দিনের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেল এই অ্যাপ? কী এমন বিশেষত্ব রয়েছে এই অ্যাপে? আসুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি কারণ যা জেনে অবাক হয়ে যেতে পারেন আপনিও।
অ্যানড্রয়েড ও আইওএস এ দুই ধরনের ইউজাররাই এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপের সাড়ে আট শতাধিক বেশি ফিল্টারকে কাজে লাগিয়ে অনায়াসেই বদলে ফেলা যাবে আপনার লুক বা ব্যাকগ্রাউন্ড। ফটো ল্যাব অ্যাপের ভার্চুয়াল থ্রিডি মাস্ক ফিল্টারটি এক কথায় অনবদ্য! এছাড়াও, ফেস পেন্টিং ফিল্টারও রয়েছে এই অ্যাপে। এই অ্যাপে একইসঙ্গে একাধিক টেমপ্লেট কাজে লাগানোর সুযোগ পাবেন ইউজাররা। এই প্রথম বাজারে এল পেশাদার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যুক্ত কার্টুন পোট্রেট মেকার। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যে কোনও ছবিকে মুহূর্তের মধ্যে কার্টুনে পরিণত করবে ফটো ল্যাব অ্যাপ। কার্টুন পোট্রেটেও মিলবে নিখুঁত ফিনিশিং!