আন্তর্জাতিক ডেস্ক
লকডাউনে বিরক্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে তাস খেলতে গিয়ে করোনা আক্রান্ত হলেন একই এলাকার মোট ২৪ জন। এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা শহরে।
কৃষ্ণা জেলার কালেক্টর ইমতিয়াজ জানান, নিজের সময় কাটাতে প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে তাস খেলতে গেলে করোনা আক্রান্ত হন মোট ২৪ জন ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর আগে বিজয়ওয়ারাতেই অপর এক ট্রাক ড্রাইভার সামাজিক জমায়েতে যোগ দেওয়ার ফলে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এই দুই ঘটনা মিলে শেষ কয়েকদিনে বিজয়ওয়ারাতে প্রায় ৪০ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে।
কৃষ্ণ লঙ্কা এলাকার এক ট্রাক চালক বিরক্ত হয়ে তার বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে তাস খেলতে গিয়েই দ্বিতীয়বারের এই বিপত্তি বাঁধে। অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়ারা করোনভাইরাসের অন্যতম হটস্পট।