নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘মানবতার বাজার’ নাম দিয়ে করোনা মোকাবিলায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোকেশনাল প্রাক্তন ছাত্র সংসদ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মালিরঅঙ্ক বাজারে এর উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান। প্রাক্তন ছাত্র সংসদের মুখপাত্র হোসেন নিরব জানান, করোনাকালে তারা প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নিরুপায় ও হতদরিদ্রদের খুঁজে খাদ্য সহায়তা দেবেন। প্রতিদিন অন্তত ২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিবেন। তিনি আরও জানান, কেউ আমাদের সাথে আর্থিকভাবে যুক্ত হতে চাইলে আমরা তাকে স্বাগত জানাবো। প্রতিটি পরিবারকে দেড় কেজি চাল, আধা কেজি করে ডাল ও পিঁয়াজ, ১ কেজি আলু, ৩০০ মিলিলিটার ভোজ্য তেল ও ১টি করে সাবান বিতরণ করা হচ্ছে। এ মহৎ উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছেন প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা নুরুল ইসলাম সিয়াম, সভাপতি সোলায়মান সুমন, সদস্য শ্যামল হাওলাদার, রিপন মল্লিক, রনি ভট্টাচার্য, ফয়সাল আহমেদ, শাহনূর প্রমুখ।
প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম বলেন, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোকেশনাল প্রাক্তন ছাত্র সংসদ নানা সময় উপজেলা প্রশাসনের সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে কাজ করে থাকে। করোনা প্রাদুর্ভাবের এ সময়ে তারা উপজেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতামূলক প্রচার চালিয়েছে। এখন আবার ক্ষুদ্র পরিসরে হলেও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।