নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ২ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব হাসাড়গাঁও গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোকাজ্জল হোসেন (৪৫) ও অপর ব্যক্তি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কল্লাণপুর গ্রামের সৃজন মিয়ার ছেলে শিমু (২৩)। এদের মধ্যে মোকাজ্জল কৃষি কাজ করেন এবং শিমু এক ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করে থাকে। এ ব্যাপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ রেজাউল ইসলাম জানায়, এ দুই ব্যক্তি জ¦র, সর্দিকাশি ও গলাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।