নিজস্ব প্রতিবেদক
“খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে” – এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে কেয়টখালী যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর কেয়টখালী বালুর মাঠ ব্রীজ সংলগ্ন এলাকায় এ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উত্তর কেয়টখালী সবুজ দল লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। কেয়টখালী গ্রামের কৃতি সন্তান আওলাদ হোসেন খোকনের সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলঘর ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মোয়াজ্জেম হোসেন সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম সালাহউদ্দিন। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন, মগদম হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ হুমায়ুন কবির, সালমান শুভ, সবুজ, সাউদ, মাসুদ শিকদার, মঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রীনগরে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আগের পোস্ট