নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘড়া এলাকার সৌদি প্রবাসী মনির হত্যা চেষ্টা মামলার আসামী সাজুকে গ্রেফতারের দাবী জানিয়ে পুলিশ সুপারের কাছে গতকাল মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছে সৌদি প্রবাসী মনিরের বোন আলেয়া বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, মনির দীর্ঘ ২০ বছর যাবৎ সৌদি আরবে ছিলো। গত ৩১ আগস্ট ক্রয়কৃত জমি দেখার জন্য গেলে সন্ত্রাসী সাজুর নেতৃত্বে বেশ কয়েকজন যুবক মনিরকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চোখে কালো কাপড় বেঁধে অপহরণ করে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে রাত ৯টায় মনিরকে নৌকায় তুলে আড়িয়ল বিলের মাঝে নিয়ে হত্যা করার চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে মনির বিলের পানিতে পড়ে যায়। এ বিষয়ে শ্রীনগর থানায় এজাহার দায়ের করে মনিরের বোন আলেয়া বেগম।
এই মামলার বাদী আলেয়া বেগম বলেন, ঘটনার দিন আমার ভাইয়ের কাছ থেকে একটি মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে নেয়। আমার ভাই পানিতে পড়ে গেলে সন্ত্রাসীরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে চলে যায়। তারা চাঁদা চেয়েছিলো। চাঁদা না দেওয়ায় হত্যার উদ্দেশ্যে আমার ভাইকে তুলে নিয়ে গিয়েছিলো। এই সাজুকে গ্রেফতারের জোর দাবী জানাই। পাশাপাশি এ ঘটনায় সাজু, তুষারসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানাই।
এ ঘটনায় ১০ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলো- মান্নান, রফিকুল, রুবেল, শাকিল, সাজু, বাবু, মিজান, আমিন খান, তুষার ও রিফাত।