ক্রীড়া ডেস্ক
এবারের এশিয়া কাপ ঘিরে বাংলাদেশের প্রস্তুতি বেশ জোরালো। দেশেই নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যেখানে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। এবার দলের সঙ্গে নেট বোলার হিসেবে দুবাই যোগ দিচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাংলাদেশ দলের বেশিরভাগ সদস্য। ভিসা জটিলতায় এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ যেতে পারেননি। আজ (২৪ আগস্ট) দুপুর নাগাদও নিশ্চিত হওয়া যায়নি তাদের ভিসা জটিলতার সমাধান হয়েছে কি না। নির্বাচক প্যানেলসহ ক্রিকেট পরিচালনা বিভাগ, লজিস্টিক বিভাগে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই জানা গেল, আজ সন্ধ্যার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা করবেন রিশাদ।
মূলত টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই তরুণ এই লেগ স্পিনারকে উড়িয়ে নেওয়া হচ্ছে। এশিয়া কাপের প্রথম পর্বে বাংলাদেশ লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। দুই দলে আছেন রাশিদ খান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। সুপার ফোরে উঠলে মোকাবেলা করতে হবে ভারতের যুজবেন্দ্র চাহাল, পাকিস্তানের শাদাব খানের মতো লেগ স্পিনারদের। তাদের সামলানোর প্রস্তুতি সারতেই নেওয়া হচ্ছে রিশাদদের।
সাকিবদের সঙ্গে যোগ দিতে দুবাই যাচ্ছেন রিশাদ
আগের পোস্ট