নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলী রাণী নাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন, উপজেলা যুব উন্নয়ন উপ-সহকারী অফিসার মো. আলমগীর, দীপক চন্দ্র বিশ্বশর্মা প্রমুখ। দিনব্যাপী এই প্রশিক্ষণে ৪৫ জন যুবক-যুবতী নারী অংশগ্রহণ করেন।
সিরাজদিখানে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আগের পোস্ট