নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শফিউদ্দিন মাসুম খান গণসংযোগ করেছেন। গতকাল রবিবার বেলা ১১টায় নিজ বাড়িতে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়ে প্রচার প্রচারণা চলে বিকাল পর্যন্ত। এসময় উপজেলার চিত্রকোট ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট বাজারে শত শত কর্মী সমর্থক নিয়ে গণসংযোগ করেন। পরে ১নং ওয়ার্ড লালপুর বৈষ্ণব মহাউৎসবে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চান।