আন্তর্জাতিক ডেস্ক
এভিয়েশনের ইতিহাসে এই প্রথম হাতবিহীন পাইলট হলেন মার্কিন নারী জেসিকা কক্স। দুই পায়ের সাহায্যে বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন অ্যারিজোনার জন্ম নেয়া ৩৬ বছর এ নারী পাইলট।
১৯৮৩ সালে জিনগত বিরল জন্মগত ত্রুটির কারণে দুটি হাত ছাড়াই জন্মগ্রহণ করেন জেসিকা। কিন্তু এ প্রতিবন্ধকতা তাকে কিছুতেই দমিয়ে রাখতে পারেনি। ২০০৫ সালে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
স্নাতক শেষ করেই বিমান চালানোর প্রশিক্ষণে মন দেন জেসিকা। শুরুতেই নানান রকমের সমস্যার সম্মুখীন হলেও তার অদম্য ইচ্ছাশক্তিতে সবকিছুই আয়ত্তে নিয়ে আসেন।
৩ বছর প্রশিক্ষণ নেয়ার পর ২০০৮ সালে প্রথম বিমান চালনা করেন জেসিকা। তখন তাকে লাইট-স্পোর্ট বিমান চালানোর অনুমতি দেয়া হয়। ‘ট্যুর ডি টাসকান’ এ অংশ নিয়ে ৪০ মাইল পথ পাড়ি দিলে পরবর্তীতে এক ফাইটার জেটের বৈমানিক তাকে অনুপ্রেরণা জোগান। এরপর থেকে তিনি ফাইটার জেট চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন।
হাতবিহীন নারীর আকাশজয়
আগের পোস্ট