মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি
আমিরুল ইসলাম নয়ন : মুন্সীগঞ্জের গজারিয়ার আড়ালিয়া গ্রামে পা পিছলে বাল্কহেড থেকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় প্রচন্ড আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে এই ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত শিশুর নাম আল আমিন (৮)। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে। সে ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে যায় আল আমিন। নদীতে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিল। এসময় আল আমিনসহ ৪ থেকে ৫ জন শিশু বাল্কহেডে উঠে বসে। বাল্কহেড শ্রমিকরা তাদের নেমে যেতে বলায় লাফ দিয়ে পানিতে নামতে গিয়ে পা পিছলে মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায় আল আমিন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনার ১৫ মিনিট পর দুুপুর পৌনে ২টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, মাথায় তীব্র আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মাথায় তীব্র আঘাত পেয়ে সে পানিতে তলিয়ে যায়।
বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মিসির আলী বলেন, এমন একটি খবর আমিও পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি, ছেলেটি পানিতে পড়ে মারা গেছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি। বিস্তারিত পরে জানাবো।
গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে শিশুর মৃত্যু
আগের পোস্ট