আমিরুল ইসলাম নয়ন : মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনে দুপুরে একটি মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে উপজেলার নয়াকান্দি গ্রামের ব্যবসায়ী আলী আকবরের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হিটলার নামে এক ব্যক্তি।
ভুক্তভোগী হিটলার অভিযোগে উল্লেখ করেছেন, তিনি নয়াকান্দি গ্রামে ব্যবসায়ী আলী আকবরের বাড়িতে ভাড়া থাকেন এবং ফিদা ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে কর্মরত আছেন। রবিবার দুপুর ১টার দিকে খাবার খাওয়ার উদ্দেশ্যে কর্মস্থল থেকে সুজুকি মডেল ব্লু রঙের মোটর সাইকেল (কুষ্টিয়া ল-১১-৬৮২৬) যোগে বাড়িতে আসেন তিনি। বাড়ির সামনে তার মোটরসাইকেলটি রেখে ভবনের ভেতরে যান। ওইদিন দুপুর ২টার দিকে ভবন থেকে বাইরে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখতে পান, দু’জন ব্যক্তি এসে কৌশলে মোটরসাইকেলটির তালা খুলে নিয়ে চলে গেছে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকালে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তিনি পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, চুরির ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যার মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।