আমিরুল ইসলাম নয়ন : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়ায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ চারপাশে ছড়িয়ে শতাধিক বাড়ি-ঘর, দোকানপাট ও মসজিদ ভেঙ্গে চুরে একাকার হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৬টায় আলোচিত মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। তবে স্থানীয়দের দাবি, প্রশাসন পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত না করেই মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছেন। এতে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কারো দোকানঘর, কারো আবার বিল্ডিংয়ের ক্ষয়-ক্ষতি হয়েছে। শক্তিশালী বোমার আঘাতে লন্ডভন্ড আড়ালিয়া। শিশু বাচ্চা থেকে শুরু করে সকলে এখন আতঙ্কিত। বোমার ধারন ক্ষমতা না জানা অদক্ষ বোমা ডিসপোজাল টিমের কারণে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত। জনতার রোষানলে অবরুদ্ধ বোমা ডিসপোজাল টিম।