নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে বিভিন্ন দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছেন গজারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কোহিনুর আক্তার এবং গজারিয়া স্যানিটারি ইন্সপেক্টর মোসাম্মৎ ফারহান আক্তার। এসময় মোসাম্মৎ কোহিনুর আক্তার বলেন, বাজারে দোকানে ক্রেতাদের জন্য মালামালের বিক্রির চার্ট দোকানে থাকতে হবে। ক্রেতারা ওই চার্ট দেখে মালামাল ক্রয় করবে। আর যদি দোকানদাররা চার্ট না রাখে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রতিনিয়ত বাজার মনিটর করা হচ্ছে। এখন থেকে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি ঘুরে ঘুরে কয়েকটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করেন।
গজারিয়ায় হাটবাজারে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা
আগের পোস্ট