নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরমান হোসেন উল্লেখিত ইউনিয়নের ভবেরচর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে লক্ষীপুর গ্রামের বায়তুন নূর জামে মসজিদের কবরস্থানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।