নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ গজারিয়ার এই তরুণকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের আব্দুল রশিদের ছেলে।
জানা যায়, তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ, গজারিয়া, দাউদকান্দি, সোনারগাঁসহ বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে বিভিন্ন থানায় ইয়াবা পাইকারি সেল করতো বলে জানা যায়।