কাজী দীপু : দুই কোটি টাকা ব্যয়ে জিওব্যাগ দিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতির নদীর তীরে নির্মিত অস্থায়ী বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। তাই ভাঙন থেকে রক্ষার জন্য বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী।
গতকাল সোমবার সকালে উপজেলার আব্দুল্লাপুর ইছামতি নদীর তীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভাঙন হুমকিতে থাকা তীরবর্তী গ্রামবাসী। তাদের সঙ্গে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধনে উপস্থিত থাকা আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা সাংবাদিক আরাফাত রায়হান সাকিব বলেন, কয়েক বছর ধরে ইছামতি নদীর তীর ভাঙনের তান্ডবে আব্দুল্লাহপুর ইউনিয়নের তীরবর্তী গ্রামগুলোর বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাচ্ছে। হাজারো মানুষের ভিটেমাটি বিলীন হয়ে যাচ্ছে, যা এখনও অব্যাহত রয়েছে। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনরা মিলে জেলা প্রশাসনের কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে সম্প্রতি সেখানে দুই কোটি টাকা ব্যয়ে জিওব্যাগে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে ইছামতী নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বাল্কহেড চলাচল করছে। রাত-দিন ছোট নদীতে বড় বড় নৌযান চলাচলের কারণে আবারো ভাঙন আশঙ্কায় পড়েছে জিও ব্যাগ দিয়ে নির্মিত বাঁধ। বর্তমানে ভাঙ্গনের মুখে রয়েছে সরকারি অর্থায়নের বাঁধসহ স্থানীয় হাজারো মানুষের ঘর-বাড়ি, বিভিন্ন ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। তাই বাঁধ ও ভিটেমাটি রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ বিষয়ে প্রশসানসহ উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল আলীম, সাবেক মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতামিম মাওলানা ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি আকরাম মন্ডল, শাহনাজ বেগম, মাহমুদা আক্তারসহ অন্যান্যরা।