নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খাদিজা জামাল নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি শেখ জামালের সহধর্মিণী।
গতকাল মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…………. রাজিউন)। খাদিজা জামাল উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের কাদির মেম্বারের মেয়ে। বাদ এশা জানাজা শেষে ঢাকার জুরাইন গোরস্তানে তাকে সমাহিত করা হয়।