নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় সরকারি গাছ কাটার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে স্থানীয় মনির হোসেন, খোকন মিয়া ও সোহরাব হোসেনের বিরুদ্ধে। তারা সরকারি জায়গা থেকে কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের গাছ কেটে নিয়েছে বলে জানা গেছে।
টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ জানান, সর্বশেষ পহেলা বৈশাখের দিন বড় আকারের একটি গাছ কাটার সময় তাদের কাছে গাছ কাটার সংবাদটি পৌঁছায়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে গাছের কয়েকটি গুঁড়ি জব্দ করে উদ্ধার করে নিয়ে আসে।
তিনি আরও জানান, গাছ কেটে মনির হোসেন গং অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলমান। তবে আগের কাটা গাছ তারা জব্দ করতে পারেনি। গাছের মূল্য নির্ধারণে বন বিভাগের কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
টঙ্গীবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। চিঠি পেলে যথাযথ দায়িত্ব পালন করবেন। সরেজমিনে গিয়ে মনির হোসেন, তার ভাই খোকন মিয়া ও তাদের ভাতিজা সোহরাবকে পাওয়া যায়নি। তবে তাদের পরিবারের নারী সদস্যদের দাবি, তারা জায়গা লীজ নিয়েছে। গাছ কেটে সে জায়গায় তারা ঘর তুলবে। তবে গাছ কাটতে প্রশাসনের কাছে কোন ধরনের অনুমোদন বা আইনী প্রক্রিয়া তারা গ্রহণ করেনি বলে স্বীকার করেছেন। মনির হোসেন ও খোকন মিয়া মৃত আলী মোহাম্মদের ছেলে আর সোহরাব মৃত সেরাজুল ইসলামের ছেলে।
টঙ্গীবাড়ীতে সরকারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, আইনী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
আগের পোস্ট