নিজস্ব প্রতিবেদক : বৈশাখের দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকাস্থ ইদ্রীস আলি মাদবর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। পরে ওই এলাকার মাঠে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির প্রমুখ।