নিজস্ব প্রতিবেদক : গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুধার কান্দি সড়কে কালবৈশাখী বৃষ্টিতে রাস্তার পিচ ঢালাই সরে গেছে। মুধার কান্দি লঞ্চঘাটের রাস্তা ভেঙ্গে গেছে। রাস্তাটি দ্রুত মেরামত না করলে যোগাযোগ ব্যবস্থা হুমকির মধ্যে পড়বে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এবং সাধারণ জনগণ এ রাস্তা দিয়ে অটোরিক্সা, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসে প্রতিদিন আসা-যাওয়া করে। রাস্তা ভাঙ্গার ফলে এখান দিয়ে পরিবহন চলাচল করতে পারবে না। এতে মানুষ চরম দুর্ভোগের শিকার হবে। তাই কর্তৃপক্ষের নিকট মানুষের আবেদন, দ্রুত রাস্তাটি যেন মেরামত করা হয়।