নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি রংধনু সিএনজি ফিলিং স্টেশনের মালিক পরিবর্তন ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে রংধনু সিএনজি ফিলিং স্টেশনের মালিকানা পরিবর্তন হলে আসিফ কামাল ও মিঠু দায়িত্ব বুঝে নেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়। রংধন ফিলিং স্টেশনের কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন নতুন মালিকদের। পরে তারা একসাথে খাওয়া-দাওয়া করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রিকু, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন, বাউশিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ, গজারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাতী ইসলাম বাবু ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক নেতা জহিরুল হক খান রিটু। এছাড়াও বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ, বাবু, সুজন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিল। দোয়া পরিচালনা করেন হোসেন্দী মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল সালাম।