নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার বাসিন্দা মুক্তার হোসেন (৪৪)। ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা খরচ চালাতে গিয়ে এখন পড়েছেন বিপাকে। এই বিষয়টি জানতে পেরে আর্থিকভাবে সহযোগিতার লক্ষ্যে গুলিবিদ্ধ মুক্তার হোসেনকে ৪০ টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ ডাস্ক সোসাইটি নামের একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্কাস আলী গতকাল শনিবার সকাল ১০টার দিকে রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টারের অফিস কক্ষে গুলিবিদ্ধ মুক্তার হোসেনের হাতে ৪০ হাজার টাকার একটি চেক তুলে দেন।