নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর উপজেলার রনছ হাওলাপাড়ায় মামলা দিয়ে প্রাক্তন স্বামীকে হয়রানির অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী আসমা আক্তার নিশুর বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, হাওলাপাড়া এলাকার আনিছুর রহমানের পুত্র আরিফুল ইসলাম গত ২০১৮ সালে কাজী কসবা এলাকার আসমা আক্তার নিশুর সাথে প্রেমের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১৫ দিনের মাথায় স্ত্রী আসমার আচার-আচরণে ক্ষুব্ধ হন প্রবাসী স্বামী আরিফ। পরবর্তী সময়ে তার স্বামী আরিফ জানতে পারেন, স্ত্রী আসমার সাথে একাধিক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। এসব বিষয়ে অনুধাবন করে বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আরিফ ও তার পরিবার। বিচ্ছেদের পর দক্ষিণ কোরিয়া চলে যান আরিফ। এর আগে আরিফ পারিবারিকভাবে অনত্র বিয়ে করেন। কয়েক বছর পর বিদেশ থেকে দেশে আসলে জানতে পারেন, ২০১৯ সালে আসমা আক্তার কোর্টে একটি মনগড়া যৌতুকের মামলা করেছে প্রাক্তন স্বামী আরিফের বিরুদ্ধে। মামলার পর থেকে প্রাক্তন স্বামী আরিফকে নানাভাবে একের পর এক হয়রানি করে। আরিফ বিদেশ থেকে দেশে আসলে পুলিশ তাকে যৌতুক মামলায় গ্রেফতার করে। প্রাক্তন স্ত্রীর দায়ের করা মামলায় কিছুদিন জেল খাটেন। পরে তিনি এই মামলায় জামিনে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিন্তু প্রাক্তন স্ত্রীর অপপ্রচারে তিনি সামাজিকভাবে মানহানির শিকার হন।
এ বিষয়ে আরিফ জানান, শুরুতে আসমাকে ভালোবেসে বিয়ে করি। বিয়ের কিছুদিন পর জানতে পারি, অন্য ছেলেদের সাথে তার সম্পর্ক রয়েছে। এসব জেনে আমি তার কাছ থেকে আলাদা হয়ে যাই এবং তালাক প্রদান করি। সেইসাথে দেনমোহরের টাকা পারিবারিকভাবে পরিশোধ করি। কিন্তু সে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে মানহানির মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে। আমি তার এরূপ আচরণে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।