নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারের কাঠপট্টিতে গাংচিল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও ৭ জন পুরুষ।
গতকাল বুধবার উপজেলার ঘোড়দৌড় বাজারের কাঠপট্টি এলাকায় সকাল সাড়ে ৮টায় গাংচিল পরিবহনের ঢাকা মেট্রো ব ১২-০০৮৯ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ঘোড়দৌড় বাজারে কাঠপট্টি এলাকায় একটি গাছের সাথে ধাক্কায় বাসটির সামনের অংশ বেঁকে গিয়েছে। এছাড়া জানালার সমস্ত কাঁচ ভেঙে গিয়েছে।
স্থানীয় লোকজন জানান, গাংচিল পরিবহনের বাসগুলো ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ, অদক্ষ হেল্প ও ড্রাইভার দিয়ে পরিচালনা করা হয় বলে এরকম দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
তারা আরো বলেন, বাসটি ঘোড়দৌড় বাজারে ব্রীজ অতিক্রম করে কাঠপট্টির কাছে এসে একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারে। এতে বাসে থাকা প্রায় ২০ জনের মত যাত্রীর অনেকেই আঘাত পায়। অনেকে বিভিন্ন স্থানে ছুটে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
লৌহজং উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুসারে, একজন ৬৫ বছর বয়সী নারী ও ৭ জন পুরুষ বাস দুর্ঘটনার কারণে আহত হয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।
এছাড়া তাদের কাছে থেকে জানা যায়, কোন রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকে ঢাকায় রেফার করেনি। আর গুরুতর দুর্ঘটনার শিকার কোন ব্যক্তি তাদের কাছে চিকিৎসা নিতে আসেনি।