শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ঢাকা তেজগাঁও অঞ্চলের পরিদর্শক মোঃ হাসিদুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের যৌথ অভিযানে আইসক্রিম কারখানায় কর্মরত মোঃ মোস্তফা আহম্মেদ পিতা- মৃত জসিম উদ্দিন ও মিল্লাত হোসেন পিতা- শাহ আলম হোসেন নামের দুজন কর্মচারীকে দুই লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১শত কাটুন ও ১০টি বস্তায় আগে তৈরি করে রাখা আইসক্রিম বিনষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান জানান, কোন রকম অনুমতি ছাড়া এবং বিএসটিআই এর লাইসেন্স না নিয়েই লোগো ব্যবহার করছিল কারখানাটি। বেজগাঁওয়ের হাটভোগদিয়ায় এমএইচটি অ্যান্ড আইসক্রিম কারখানায় বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এগুলো শিশুখাদ্য হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। এসব খাবার মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা তাদের কাছে লাইসেন্স এবং বিএসটিআই এর অনুমতির কোন বৈধ কাগজ পাইনি। উপজেলা জুড়ে আমাদের এ অভিযান চলমান থাকবে।
আইসক্রিম কারখানার মালিক সম্পর্কে এলাকাবাসীর তথ্য অনুসারে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের দোসর উপজেলার বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মোজাম্মোল হোসেন তালুকদার। তবে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।