নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গত সোমবার দুপুরে পদ্মা নদীর বিভিন্ন অংশে সিনিয়র উপজেলা মৎস্য অফিস কর্মকর্তা ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৫টি চায়না দুয়ারী জাল, প্রায় ৫শত মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি জাটকা ইলিশ আটক করা হয়েছে। আটককৃত চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
সিনিয়র লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা পদ্মা নদীতে যাই। দুই ঘণ্টার অভিযানে আমরা বেশ কিছু অবৈধ জাল এবং মাছ আটক করতে সক্ষম হই। জালগুলো আমরা আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দিয়েছি। মাছ এতিমখানা ও মাদ্রাসার বিতরণ করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।