নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ২নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলাম (৫৫)কে লৌহজং থানা পুলিশ সাদা পলিথিনে মোড়ানো ৯ গ্রাম মাদকদ্রব্য হিরোইনসহ গ্রেফতার করেছে।
গতকাল শনিবার দুপুরে লৌহজং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কনকসার পশ্চিম মশদগাঁওয়ে অটোরিক্সা গ্যারেজের সামনে প্রধান সড়ক থেকে মাদকদ্রব্য হিরোইনসহ তাকে গ্রেফতার করে।
লৌহজং থানা পুলিশের তথ্য থেকে জানা যায়, উপজেলার বেজগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মৃত সফিক উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলাম। এর আগে মাদকদ্রব্যসহ একাধিক মামলায় সে জেল খেটে জামিনে মুক্তি পেয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য মামলা রয়েছে।
লৌহজং থানার এস আই আতাউর রহমান জানান, মাদকদ্রব্য হিরোইনসহ শহিদুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার সম্পর্কে জানতে পারি, সে উপজেলার বেজগাঁওয়ের একজন স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ দেওয়ার পর আমি বিভিন্ন পরিকল্পনা ও কৌশল অবলম্বন করে দুপুরে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন আর রশিদ জানান, মাদকদ্রব্য ৯ গ্রাম হিরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।