নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নে কুড়িগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক মরহুম আলহাজ্ব মোঃ শাজাহান খান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেজগাঁও ইউনিয়নের কুড়িগাঁও গ্রামবাসীর আয়োজনে গত শুক্রবার বিকেলে কুড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন দল হিসেবে হোয়াইট আন্ডারকে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজবন্ড এবং ইলেভেন স্টার দলকে রানার আপ ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
বেজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ নূর মোহাম্মদ খানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আব্দুল রাজ্জাক শেখের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মাঈনুল ইসলাম ভূঁইয়া, লৌহজং উপজেলা বিএনপির সদস্য আহ্বায়ক কমিটি সাখাওয়াত হোসেন রিংকু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব ইয়াসিন শেখ, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব নূর ইসলাম শিকদারসহ স্থানীয় এলাকাবাসী ও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।