নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি দর্শক ও খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুর রহিম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজসেবকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম ব্যাপারী, টুর্নামেন্টের আয়োজক কমিটি। এলাকার ক্রীড়ামোদী মানুষ এবং সকল অংশগ্রহণকারী দলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। পানিয়া সেভেন স্টার এবং মায়ের দোয়া ফুটবল একাদশের মাঝে খেলা হয়। উক্ত খেলায় মায়ের দোয়া একাদশ ২-০ গোলে জয়ী হয়। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদ হোসেন মিন্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন।