নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে বালু কাটার ড্রেজার থেকে লাফ দিয়ে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে মোঃ সাব্বির হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতর খোলা গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন কবুতর খোলা গ্রামের খলিল খানের ছেলে।
এলাকাবাসী জানায়, দুপুর ২টার দিকে সাব্বির তার কয়েকজন বন্ধুর সাথে পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীর তীরে ভেড়ানো বালু কাটার একটি ড্রেজারের উপর থেকে সাব্বিরসহ তার বন্ধুরা পদ্মা নদীতে লাফ দেয়। এসময় সকলে পদ্মা নদীর তীরে উঠলেও সাব্বির নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর ড্রেজারের পাইপে আটকানো অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন, পানিতে ডুবে যুবকের মৃত্যুর সংবাদটি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন
অভিযোগ পাইনি।