নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাড়ির বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। চোর ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। গত শুক্রবার উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের হাজী হাবিবুর রহমানের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবিবুর রহমানের অভিযোগ, শুক্রবার বেলা ১১টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘর তালাবদ্ধ করে আত্মীয়ের বাড়িতে যান। এদিন সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসেন। ঘরে প্রবেশ করে দেখতে পান আলমারি ও ওয়্যারড্রব খোলা। সন্দেহ হলে আলমারিতে খুঁজে দেখেন নগদ ৩৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নেই। সব চুরি হয়ে গেছে। তার ধারনা মতে, চোর সুযোগ বুঝে কৌশলে ঘরে ঢুকে টাকা, স্বর্ণালঙ্কার চুরি করে বারান্দার দরজা খুলে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, এদিন দুপুরের দিকে অবিরাম বৃষ্টি হয়। চোর এ সময়কে কাজে লাগিয়ে খালি ঘরে চুরি করে। এলাকায় চুরি-ছ্যাচরামি বাড়ছে। মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু জানান, বসতঘরে চুরির ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মোঃ জহির জানান, বিবন্দীতে বসতঘরে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।