নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রমে সরকারি হরগঙ্গা কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে হেল্প ডেস্ক পরিচালনা করেছে।
গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই হেল্প ডেস্ক পরিচালনা করেন ছাত্র শিবিরের জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কলেজ শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ মুজাহিদ।
কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সোমবার সকাল ৯টার পর থেকে সরকারি হরগঙ্গা কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের হেলথ ব্রিকস থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা নিচ্ছেন। এসময় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী ভর্তি প্রক্রিয়া, ভর্তিচ্ছুক, ভর্তি সংক্রান্ত এবং ভর্তি পরবর্তী আবাসন সমস্যাসহ যেকোনো সমস্যার জন্য হেল্পলাইনে যোগাযোগ করতে ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়। (যোগাযোগের নম্বর: ০১৯০৬-৯১১৪৫৮ হোয়াটসঅ্যাপ) যা সক্রিয় রয়েছে।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা জানায়, তারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।