নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৪টি ড্রেজার বিকল এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বারী।
গতকাল বুধবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলাধীন মধ্যপাড়া, জৈনসার, মালখানগর ও লতব্দী ইউনিয়নের তেলীপাড়া, নাটেশ্বর, খিজিরপুর, মৌজাস্থিত ৪টি স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তন করার দায়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সিরাজদিখান থানা পুলিশ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহায়তা করেন।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বারী জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করি।
তিনি আরো বলেন, জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।