নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের মাছবাজার এলাকায় ও থানা সংলগ্ন সন্তোষপাড়া বালুর মাঠে দীর্ঘদিন যাবৎ গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক দিবানিশি বিক্রি করে আসছে বলে অভিযোগ স্থানীয়দের।
সন্তোষপাড়া বালুর মাঠে মিজান, আয়নাল, বাজারের মাছবাজার এলাকায় ফরহাদ, রাসেল, আলী ও হাবুসহ এদের রয়েছে ১০/১৫ জনের সিন্ডিকেট।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ এসব সিন্ডিকেট এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। একজন প্রধান রয়েছে সে এখন এক রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা। আমাদের মাথায় আসে না থানার সামনে কিভাবে এ মাদক বিক্রি করে?
নাম প্রকাশে অনিচ্ছুক সিরাজদিখান বাজারের মাছ ব্যবসায়ী জানান, পুলিশ সবসময়ই আসতে দেখি, কিন্তু এদের ধরতে দেখি না।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, আমার জানা মতে, এখানে কোন মাদকের স্পট নেই। এরকম কোন তথ্য পেলে, আমি ধরে চালান দিব।