নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে জন চলাচলের যাতায়াতের রাস্তা জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে উপজেলার বীরতারা ইউনিয়নের সালেহপুর এলাকায় এ জন চলাচলের রাস্তা দখলের অভিযোগ ওঠে ঐ এলাকার মৃত জানু হাওলাদারের ছেলে আবু হাওলাদারের বিরুদ্ধে। এ ব্যাপারে জনসাধারণের পক্ষে আব্দুল জলিল বেপারী বাদী হয়ে আবু হাওলাদারকে বিবাদী করে সহকারী কমিশনার (ভূমি) ও শ্রীনগর থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বীরতারা প্রাইমারী স্কুল সংলগ্ন সালেহপুর এলাকার শত শত একর কৃষিজমির ফসলসহ জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দোকানঘর নির্মাণ করছেন ঐ এলাকার আবু হাওলাদার গং। বীরতারা ও সালেহপুর এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতসহ জমির ফসল বাড়িঘরে আনা-নেয়ার রাস্তা বন্ধ করে দিয়ে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা দোকানঘর নির্মাণে বাধা নিষেধ করলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দোকানঘর নির্মাণ অব্যাহত রাখেন অভিযুক্ত আবু হাওলাদার গং।
স্থানীয় আলতাফ হোসেন জানান, সরকারী খাস জমির উপর দিয়ে আমাদের এই রাস্তাটি দীর্ঘ ৫০-৬০ বছরের জনসাধারণের যাতায়াতের রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের বীরতারা ও সালেহপুরে হাজার হাজার কৃষক জমির ফসল বাড়িতে আনা-নেওয়া করে থাকি। রাস্তার জন্য গত ১২ বছর আগে আবু হাওলাদার আমাদের কাছ থেকে ৫০ হাজার টাকাও নিয়ে বর্তমানের রাস্তাটি বন্ধ করে নিজেই দোকানঘর নির্মাণ করছেন আবু হাওলাদার। আমরা বাধা দিলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়।
শ্রীনগর থানার এএসআই সাইফুল ইসলাম বলেন, আমি দুইদিন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে এসেছি এবং বলেছি, আপনারা বিষয়টি ইউএনও স্যারের সাথে আলোচনা করে মীমাংসা করে নেন।