নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে বের হয়েছে একটি মর্টার শেল সদৃশ বস্তু। গতকাল সোমবার সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, আড়ালিয়া গ্রামের নজরুল ইসলাম বাড়ি নির্মাণের জন্য তার জমিতে মাটি খুঁড়ছিল। এসময় খনন যন্ত্রের সঙ্গে লোহা সদৃশ একটি বস্তু উঠে আসে। বস্তুটি দেখতে অস্বাভাবিক এবং শেলের মতো হওয়ায় ঘটনাটি দ্রুত তারা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্থানটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখে উৎসুক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। ঘটনাস্থলে যাতে কেউ ভিড়তে না পারে এজন্য সেখানে থানা পুলিশের সদস্য এবং গ্রামপুলিশ পাহারা রাখা হয়েছে।