নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও হাটভোগদিয়া লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেছেন স্কুল কমিটির সভাপতি ও গভর্নিং বোর্ডের সদস্যরা। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষকদের অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন রিংকু মাস্টার।
লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস হেলালের সঞ্চালনায় বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও শিক্ষিকা প্রত্যেকে তাদের মতামত তুলে ধরেন। বিশেষ করে স্কুলে শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফলে করণীয়সহ বিগত দিনের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এসময় ম্যানেজিং কমিটি, অন্যান্য সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সকলে উপস্থিত ছিলেন।