নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে গত ৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় হত্যা মামলার আসামী রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সৈয়দ আফজাল হোসেন মিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে সিপাহীপাড়ায় মানববন্ধন হয়েছে।
সিপাহীপাড়া রিকাবী বাজার সড়কে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি হয়। এই মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেয়।
এসময় মানববন্ধনকারীরা জানান, সিপাহীপাড়ার বাসিন্দা আওয়ামী লীগের কর্মী সৈয়দ আফজাল হোসেন মিয়া রাজধানীতে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় হত্যা মামলার একজন আসামী। তিনি বর্তমানে সিপাহীপাড়ায় প্রভাব বিস্তার করছেন।
এছাড়াও বক্তারা বলেন, আফজাল একজন হত্যা মামলার আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তাকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। আমরা আইন-শৃঙ্খলা বিভাগের সুদৃষ্টি কামনা করছি।
সিপাহীপাড়ায় আওয়ামী লীগ কর্মী আফজালকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আগের পোস্ট